আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৩৩

যশোর চৌগাছায় করোনা সন্দেহে দম্পতি কোয়ারেন্টাইনে!

স্টাফ রির্পোটার (যশোর): যশোরের চৌগাছায় ইতালি ফেরত এক দম্পতির স্বজনরা করোনাভাইরাসে আক্রান্ত না হলেও বাড়তি শতকর্তার জন্য ওই পরিবারের সকলকে কোয়ারেন্টাইন হোমে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা তাদেরকে বুধবার সকাল থেকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন হোমে রেখেছেন। এদিকে ইতালি ফেরত ওই দম্পতি বর্তমানে ঝিনাইদাহ জেলায় শ্বশুর বাড়িতে কোয়ারেন্টাইন হোমে আছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চৌগাছা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের এক ব্যবসায়ীর ছেলে এবং ছেলের স্ত্রী ২০০১ সাল হতে ইতালি বসবাস করছেন। ইতালিতে করোনাভাইরাস মারাত্মক আকার ধারন করায় ওই দম্পতি চলতি মাসের ৭ তারিখে দেশে ফিরে সরাসরি চৌগাছার বাড়িতে আসেন। তারা করোনামুক্ত বলে ইতালি স্বাস্থ্য বিভাগ সনদ দিয়েছেন বলে জানান স্বজনরা। চৌগাছার বাসাতে এক দিন পর ৮ মার্চ রবিবার ওই দম্পতি তার শ্বশুরবাড়ি ঝিনাইদাহ জেলাতে যান। বিষয়টি ঝিনাইদহে প্রচার হলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে ঝিনাইদাহে শ্বশুর বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইন হোমে রেখেছেন। মঙ্গলবার বিকেলে এ খবর চৌগাছায় ছড়িয়ে পড়লে মানুষের মাঝে এক ধরনের আতংক দেখা দেয়। অনেকে চৌগাছার ওই ব্যবসায়ীর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে ছুটে যান এবং ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের নিয়ে ইতালি ফেরত ওই দম্পতির স্বজনদের বাড়িতে যান এবং সব কিছু জানার পর বাড়ির সকল সদস্যকে ১৪ দিনের জন্য নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখেন।

আরো সংবাদ