যশোর চৌগাছা উপজেলার হাকিমপুর ইয়নিয়নের মাঠচাকলা গ্রামে ব্যাংক কর্মকর্তা তৈমুর হুসাইনের দুই হাত ও এক রগ কেটে দিয়েছে স্থানীর সন্ত্রাসীরা জীবন মৃতুর সন্ধিক্ষনে তৈমুর হুসাইন।
চৌগাছা উপজেলার হাকিমপুর মাঠচাকলা গ্রামের তৈমুর হুসাইনের স্ত্রী রানু বেগম জানান তার স্বামী ব্যাংক কর্মকর্তা নিকট স্বজনের বিবাহে বাড়িতে এসেছিলেন কর্মস্থল গোপালগঞ্জ থেকে।গতকাল রাত ৮ টার দিকে নিমতলা নামক স্থানে চা খেতে এসেছিলেন তৈমুর এমন সময় চিহ্নিত সন্ত্রাসী কাদের,রুবেল,জুয়েল,লিটন,শাহাবুদ্দিন ও মুকুল রাম দা চাকু দিয়ে চা পানরত তৈমুর কে কোপাতে থাকে এক পর্যায়ে রুবেল ও জুয়েল চাকু দিয়ে তৈমুরের দুই হাত ও পায়ের রগ কেটে দেয়। তৈমুরের পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে যায়।
যশোর জেনারেল হসপিটালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সাকিরুর ইসলাম জানান তৈমুরের চিকিৎসা চলছে তার অবস্থা আশংকাজনক।