আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:২৫

যশোর ছাত্রলীগ নেতা ইমন হত্যা মামলাঃসন্ত্রাসী বুনো আসাদ গ্রেপ্তার!

যশোর প্রতিনিধি: যশোর শহরের বেজপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আসামি আসাদ ওরফে বুনো আসাদকে কোতয়ালি পুলিশ আটক করেছে। আসাদ বেজপাড়া বুনোপাড়া এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে।

নিহত মনোয়ার হোসেন ইমন

কোতয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) সামছুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।কোতয়ালি থানার ওসি তদন্ত আবুল বাসার জানান, রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বেজপাড়ার বাড়ি থেকে আদাস ওরফে বুনো আসাদকে আটক করা হয়। আসাদের নামে হত্যা, চাঁদাবাজিসহ কোতয়ালি থানায় ১৩ টি মামলা রয়েছে। সর্বশেষ আসাদকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যা মামলায় আটক দেখানো হয়। যার নম্বর-১৩০/১০/১৭।

আরো সংবাদ