আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৭:২৯

যশোর জেনারেল হসপিটালের জরুরি বিভাগে মারামারি আহত ৮ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর শহরতলীর খয়েরতলা বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন ব্যক্তি আহত হন। আহতরা পরে যশোর সদর হাসপাতালের জরুরি ওয়ার্ডে চিকিৎসা নেন।

মারামারির সময় প্রথম পক্ষের মধ্যে ছিল যশোরের নুরপুরের বিল্লাল (৩৯), রবিউল (৩৫), রাজু (৩৫), মাহিম (১৭)। দ্বিতীয় পক্ষের মধ্যে ছিলেন একই গ্রামের মনা (৫৫), মিঠুন (৩২), সজীব (৩৫), বাবু (৪৫)।

এ ঘটনায় আহতদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর, আবারো সন্ধ্যা ৭ টায় হাসপাতালের জরুরি ওয়ার্ডের মধ্যে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়, যার ফলে সরকারি সম্পত্তির ক্ষতি হয়।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত