আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৩২

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ফরিদুল সম্পাদক শাহানুর

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্রার্থী কাজী ফরিদুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদের শাহানুর আলম শাহীন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়।উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

নির্বাচনে সমিতির চারশ’ ৭৪ জন ভোটারের মধ্যে ৪৬৩জন কেন্দ্রের আটটি বুথে ভোট প্রদান করছেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাদের মধ্যে ২৬ জন সরাসরি দু’টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দু’টি হলো মহাজোট সমর্থিত কাদের-শাহীন পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ময়না-গফুর পরিষদ। এর বাইরে গণতান্ত্রিক আইনজীবী সমিতি থেকে শুধুমাত্র সভাপতি পদে প্রার্থী ছিলেন বারের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম।


ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইসমত হাসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে কাজী ফরিদুল ইসলাম ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মহাজোট সমর্থিত গাজী আব্দুল কাদির। তিনি ভোট পেয়েছেন ১৫৪টি।
সাধারণ সম্পাদক পদে মহাজোট সমর্থিত শাহানুর আলম শাহীন ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এম এ গফুর পেয়েছেন ১৭০ ভোট।
এদিকে সহ-সভাপতি পদে ২৭৪ ভোট পেয়ে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, ১৯২ ভোট জিএম আবু মুসা, যুগ্ম সম্পাদক পদে ২৩৮ ভোট পেয়ে আবুল কায়েস, সহকারী সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে জাহিদুল ইসলাম সুইট ও ২১২ ভোট পেয়ে নাসির উদ্দিন এবং ২৩৪ ভোট পেয়ে নুরুজ্জামান খান গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে ২৫৯ ভোট পেয়ে রেজাউর রহমান, ২৪৮ ভোট পেয়ে আব্দুল্লাহ আল মাসুদ, ২৪৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৪৩ ভোট পেয়ে আরিফ শাহরিয়ার ও ২১০ ভোট পেয়ে নবকুমার কুন্ডু নির্বাচতি হয়েছেন।
এ ভোটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীদের মধ্যে দুইজন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন গ্রন্থাগার সম্পাদক পদে এবং অপরজন সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ