আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:১১

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

আজ দুপুর ২.০০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেটে যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। অপরাধ সভার শুরুতেই মার্চ মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
মার্চ মাসের বিশেষ পুরস্কার পেয়েছেন জনাব রুপন কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, যশোর।জেলার শ্রেষ্ঠ এসআই(নির্বাচিত)হয়েছেন জনাব সালাউদ্দিন খান, কোতয়ালী মডেল থানা, যশোর, জেলার শ্রেষ্ঠ এএসআই (নির্বাচিত) হয়েছেন জনাব মোঃ আব্দুর রহমান, মনিরামপুর থানা, যশোর।জেলার শ্রেষ্ঠ বিট কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই (নিরস্ত্র)/ জনাব ইসরাফিল আহমেদ শামীম, ৩নং বিট, অভয়নগর থানা, যশোর।

এছাড়াও তিনজন গ্রাম পুলিশ কে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত তিনজন গ্রামপুলিশ হলেন- মোহাম্মদ মোহাম্মদ আলী জিন্নাহ, ৩নং বাহাদুরপুর ইউনিয়ন, বেনাপোল পোর্ট থানা, যশোর, দিলীপ কুমার, ১০নং শার্শা ইউনিয়ন, শার্শা থানা, যশোর ও মোঃ জাহাঙ্গীর হোসেন, ৩নং শিমুলিয়া ইউনিয়ন, ঝিকরগাছা থানা, যশোর।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত