আজ - বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৩৫

যশোর জেলা যুব হকি টীমের দ্বায়িত্ব পেলেন রনি ও জামান

আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার জন্য যশোর জেলা দলের কোচ এক সময়ের ঢাকা মোহামেডানের তুখোড় খেলোয়ার হাসান রনি, আর মেনেজার হিসাবে যশোর জেলা দলের একসময়ের হকি তারকা নবীরুজ্জামান জামান কে যশোর জেলা ক্রিড়া সংস্থা কতৃক ঘোষোনা করা হয়েছে। আগামী ০৭-১০-২০২২ ও ০৮-১০-২০২২ এই দুই দিন নড়াইলে খেলা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ