
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৩) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইয়ামিন হোসেনের মেয়ে এবং সুরাইয়া (৪) ইয়ামিনের ভাই ইয়াসিন হোসেনের মেয়ে। তিনিও মালয়েশিয়া প্রবাসী।
গ্রামবাসী জানান, ওই দিন সকালে শিশু দুইটি বাড়ির পাশের পুকুর ধারে খেলা করছিল। অনেকক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকেন। একপর্যায়ে পুকুরে শিশু দুটির লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ নেই। ফলে ময়না তদন্ত ছাড়াই লাশ দুটি দাফন করা হয়েছে।