আজ - বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০২

যশোর ঝিনাইদহ সড়কে প্রান গেলো ২ জনের।

কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে মৌসুমি আক্তার (২৫) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে ফিরোজ হোসেন (২২)। শুক্রবার দুপুরের দিকে কালীগঞ্জ-যশোর সড়কের বলিদাপাড়া মল্লিকনগর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার চাপরাইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক কালীগঞ্জ শহরে আসছিল। পথে মল্লিকনগর নামক স্থানে পৌঁছুলে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের ট্রাক্টরের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী মৌসুমি আক্তার নিহত ও অপর যাত্রী ফিরোজ হোসেন গুরুতর আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। গুরুতর আহত ফিরোজকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেলেক্সের মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, সড়কে দুর্ঘটনায় মৌসুমি আক্তার নামে এক মহিলাকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে।বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহসিন হোসেন সড়কে দুর্ঘটনায় দু’জনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, চালকরা পালিয়ে গেছেন বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত