প্রকাশিত : » ২১ মে ২০২২, সময়: » ৯:৫৭ অপরাহ্ণ, পঠিত: » 532 views
শুক্রবার ২০ মে যশোর ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া ক্লাবপাড়ার ফজলুর রহমানের ছেলে রাব্বী রহমান ও চৌগাছা উপজেলার পশ্চিম কারিগর পাড়ার নিসার উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ২১ মে এসআই আরিফুল ইসলামসহ একটি টিম ভোর সাড়ে ৪ টায় চৌগাছা থানাধীন ফুলসারা গ্রামের চুড়ামনকাটি টু চৌগাছা গামী রোডের মাহাতাব মুন্সির মোড় থেকে আবু বক্কার সিদ্দিককে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে, ডিবি’র অপর একটি টিম শুক্রবার ২০ মে সন্ধ্যায় ৭ টার পর চৌগছা পুড়াপাড়া খালপাড়াস্থ পুড়াপাড়া থেকে শাহপুর গামী রোডের বাহার মিয়ার ধানী জমির সামনে থেকে রাব্বি রহমানকে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার করে।