আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০৩

যশোর দেয়াড়ায় সড়কে গেলো ১ শিশুর প্রান।

যশোরের ধর্মতলা-ছুটিপুর সড়কের এড়ান্দা বাজারে সড়ক দুর্ঘটনায় তাহসিন হোসেন (১০) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের ছেলে ও শহরের পুরাতন কসবার নতুন খয়ের তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় তাহসিন তার পিতার মোটরসাইকেলে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এড়ান্দা পৌঁছালে যাত্রীবাহী বাস (যশোর-ব-০২-০০০৫) তাদের মোটরসাইকেলের পিছনে ধাক্কা মারে। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীযরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাহসিনকে মৃত ঘোষণা করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->