আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৬:৩৪

যশোর নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজুকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড।

আদালতের আদেশ অমান্য করায় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার সদর আমলী আদালতের বিচারক গোলাম কিবরিয়া এ কারাদন্ড প্রদান করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালের ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আলী হোসেন পাটোয়ারীর মেয়ে রাবেয়া খাতুন তার স্বামী মিলন মোল্লার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। মিলন মোল্লা নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা (স্লুইস গেট) গ্রামের ইকবাল মোল্লার ছেলে। আদালতের তৎকালীন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদকে আদেশ দিয়েছিলেন। কিন্তু ১৮টি ধার্য্যদিন পার হলেও রাজু আহমেদ তদন্ত প্রতিবেদন দাখিল বা এ সংক্রান্তে কোনো ব্যাখ্যা আদালতে দাখিল করেননি। সর্বশেষ মঙ্গলবার ছিলো মামলার ধার্য্যদিন। এদিন রাজু আহমেদ আদালতে প্রতিবেদন দাখিল না করায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত