আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৩

যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে ফেনসিডিল বহনকালে চালকসহ আটক ৩

ঝিনাইদহের মহেশপুরে অ্যাম্বুলেন্সে ফেনসিডিল পাচারের সময় যশোরের ৩ যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। এরা হলেন-যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), সদর উপজেলার মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মহেশপুর সীমান্ত এলাকা থেকে যশোরে মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় মহেশপুর থেকে যশোরগামী পঙ্গু হাসপাতালের ওই অ্যাম্বুলেন্সের গতিরোধ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার করা হয় ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা। আটক করা হয় তিন যুবককে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। যশোর পঙ্গু হাসপাতালের ব্যবস্থাপক আতিয়ার রহমান অ্যাম্বুলেন্সটি তাদের স্বীকার করে বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিলেন। তবে তিনি মাদক পাচারের সাথে জড়িত এটা জানা ছিল না।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত