আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৪

যশোর পৌরসভায় নৌকা পেলেন হায়দার গনি খান কেশবপুরে রফিকুল ইসলাম

এম আহম্মেদ : যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেয়েছেন যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। কেশবপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেয়েছেন রফিকুল ইসলাম।

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। এমন ঘোষণা শোনার পর দলীয় নেতা কর্মীরা অভিনন্দন জানান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা বিভাগে যারা নৌকার টিকিট পেলেন তাদের নামের তালিকা নিম্নে উল্লেখ করা হলো -যশোর জেলার যশোর পৌরসভা থেকে মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, কেশবপুর পৌরসভা থেকে রফিকুল ইসলাম।

ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভা থেকে মোঃ আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভা থেকে মোহাম্মদ আশরাফুল আলম।

আরো সংবাদ