আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৪৯

যশোর বসুন্দিয়ায় যুবকের মরদেহ উদ্ধার।

যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রাম থেকে আব্দুল হাকিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের খলিল মুন্সির ছেলে। তবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পরিবার। পুলিশের ধারণা আত্মহত্যা করেছে ওই যুবক।
মৃতের স্বজন সূত্র জানায়, রোববার দুপুরে হাকিমকে ভাত খাবার জন্য ডাকতে যায় পরিবারের সদস্যরা। এ সময় ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাত ৮ টার দিকে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান বলেন, মৃতের পরিবার থেকে কেউ এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাত দন্তের রিপোর্ট পেলে বলা সম্ভব হবে।

আরো সংবাদ