আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩৫

যশোর বাহাদুরপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মোহিত কুমার নাথ

যশোরের বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ। নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সহসভাপতি আবু মতলেব বাবু ও আওয়ামী লীগ নেতা আবু তালেব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা রেজাউল ইসলাম, আয়োজক কমিটির সদস্য জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, ইশাদুল ইসলাম, সাজিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা তৌফিক আহমেদ। উদ্বোধনী খেলায় বাহাদুরপুর বাসিয়াপাড়া ফুটবল একাদশ ৩-১ গোলে উপশহর ব্রাদার্স ক্লাবকে পরাজিত করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->