আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:১৯

যশোর-বেনাপোল মহাসড়কে আবারও দূর্ঘটনা

রবিবার (১৭ জুলাই) যশোর বেনাপোল রুটের যাত্রীবাহি লোকাল বাস, আনুমানিক বিকাল (৪)’চার’টার দিকে,বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মালঞ্চী এসে পৌঁছালে যাত্রীবাহি বাস’টি একটি দ্রুতগামি মোটরসাইকেল’কে সাইড্ দিতে গিয়ে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে – ধাক্কা লাগে তাতেই বাস’টি বেহাল অবস্থা!

ঘটনা’টি ঘটে যশোর পার’হয়ে এসে মালঞ্চী সেনা কল্যাণ হিমাগারের একেবারে সামনে রাস্তার অপজিট সাইডে। লোকাল বাসের প্রায় ৩৫/৪০ জন যাত্রী মারাত্মক ভাবে আহত হন এবং বাসের – হেলপার ও ড্রাইভারের অবস্থা আশংকাজনক!
সবাইকে যশোর সদর হাসপাতালে চিকিৎসার
জন্য, উপস্থিত জনতার ও যশোর ফায়ার সার্ভিসের
সহযোগিতায় পাঠানো হয়!

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থালে আসে এবং
ক্ষতিগ্রস্ত বাস’টিকে ঘটনাস্থাল থেকে পুলিশের
রেকার দিয়ে টেনে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত