আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১১

যশোর মনিরামপুর পরিত্যক্ত চায়ের দোকান থেকে ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার।

মনিরামপুরে পরিত্যক্ত চায়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়নের বাবর আলীর মোড় নামক স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।

জানা যায়, কাশিমনগরের বাবুর আলীর মোড়ে ইন্টারনেট সংযোগ দিতে যান জনৈক শাকিল হোসেন নামে এক ব্যক্তি। সেখানে ইন্তাজ আলীর চায়ের দোকানে দক্ষিণ পাশে বাইরে কাঠের নিচে মাটিতে গুলি পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় মেম্বরসহ আশপাশের লোকজনকে জানান হয়।

ইউপি সদস্য শফিয়ার রহমান জানান, ৯ রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সূত্র জানায়, পরিত্যক্ত ওই চায়ের দোকানটি কাশিমনগর ইউনিয়নের শিরালী মদনপুর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্তাজ আলীর। তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->