আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৫৮

যশোর রাজারহাট থেকে ১২২ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-৩

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সফল অভিযানে ১২২ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-০৩।

বৃহস্পতিবার ২০ এপ্রিল যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।একটি চিহ্নিত মাদককারবারি দল মাদক পাচারের উদ্যেশ্যে প্রচুর পরিমানে ফেন্সিডিল মজুদ করছে যশোর রাজারহাট এলাকায়।মাদক উদ্ধার ও আসামীদের গ্রেফতারে যশোর জেলা ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন,আমিরুল ইসলামদের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম যশোর রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে।২০ এপ্রিল সকাল ৯:৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকার যশোর টু খুলনা মহাসড়ক সংলগ্ন ভোজগাতী রেস্তোরাঁ এর বিপরীত পাশে আশরাফ মটরগ্যারেজে ওয়ার্কসপ এর সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সজিব হোসেন, জাকির হাসান তুষার, জাহাঙ্গীর আলম কে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করে যশোর জেলা ডিবি পুলিশ। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ৩,৬৬,০০০/= (তিন লক্ষ ছেষট্টি হাজার) টাকা।

মাদক ফেন্সিডিল উদ্ধার সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ