
যশোর শহরের শংকরপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হল যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আজহার দেওয়ানের ছেলে মুরাদ দেওয়ান এবং শংকরপুর বাসটার্মিনাল এলাকার জয়নাল শেখের ছেলে মিরাজ হোসেন। এ সময় তাদের এক সহযোগী, শংকরপুর হাজারি গেট এলাকার শাখাওয়াত সরদারের ছেলে ইয়াসিন আরাফাত পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার এসআই পায়েল কুন্ডু বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিনারা আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর শংকরপুর হাজারি গেট এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখতে পায়, স্থানীয়রা দুই যুবককে ধরে গণপিটুনি দিয়েছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
তল্লাশির সময় মুরাদ দেওয়ানের কাছ থেকে একটি হাসুয়া উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে শনিবার তাদের আদালতে হাজির করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।