আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০২

যশোর শহরে শিশুর রহস্যজনক মৃত্যু

যশোরের খড়কি ধোপাপাড়ায় দেড় বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সৎ মায়ের বিরুদ্ধে আয়েশা নামের এ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জানুয়ারি ) সকালে এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে গুরুত্বর জখম শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা পিন্টু ও সৎ মা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয়রা শিশুটির সৎ মা তার মৃত্যুর পেছনে দায়ী বলে দাবি করলেও শিশুটির বাবা স্ত্রীকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মৃত্যুটি রহস্য জনক এ ব্যাপারে তদন্ত চলছে।

আরো সংবাদ