আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৩৫

যশোর সদর উপজেলা উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র পেলেন নূর উন নবী

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবীর হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

সোমবার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোয়নপত্র তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হুদা, গোলাম রেজা দুলু, প্রফেসর গোলাম মোস্তফা, অ্যাড. মোহাম্মদ ইসহক, অ্যাড. নজরুল ইসলাম, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মিজানুর রহমান খাঁন, একে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ। আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত