আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৮

যশোর সদর উপজেলা উপনির্বাচনে আ’লীগ ও বিএনপির চূড়ান্ত প্রার্থী : আজ প্রতীক বরাদ্দ

আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীকে প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় তাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। বিএনপি থেকে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন সদর উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর কমিশনার নূর-উন-নবী এবং আওয়ামী লীগ থেকে অংশ নিচ্ছেন জেলা মহিলালীগের সভানেত্রী নূর জাহান ইসলাম নীরা।

গতকাল শনিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তাদের কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির তাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেন। আজ রোববার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বেলা ১২টায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়রছে। আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত