আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:২৪

যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ধারাবাহিক সাফল্য অব্যাহত।

সেপ্টেম্বর মাসে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর কর্তৃক সর্বমোট ২১ টি হারানো মোবাইল, বিকাশ ও নগদের সর্বমোট ১.৪৬,০০০/- টাকা উদ্ধারসহ হ্যাকিং হওয়া ০৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার।

যশোর জেলার সম্মানিত পুলিশ

যশোর জেলার বিভিন্ন থানাধীন মোবাইল হারানো সংক্রান্ত করা জিডির প্রেক্ষিতে গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ২১ টি হারানো মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর।

এছাড়াও বিকাশ ও নগদ লেনদেনের সময় ভুলবসত অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সর্বমোট ১,৪৬,০০০/- টাকা উদ্ধার। দুইজন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং হওয়া ১২ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদান করে।

আজ জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ২১ টি হারানো মোবাইল ও বিকাশের নগদ ১,৪৬,০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত