আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৩

যশোর সীমান্তে বোমা হামলায় আহত বিজিবি সদস্যের মৃত্যু

মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত বোমার আঘাতে যশোরের শার্শা সীমান্তে গুরুতর আহত বিজিবি সদস্য আকমল হোসেন মারা গেছেন।

সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মুহসীন রেজা জানান, বিজিবির ব্যবস্থাপনায় এই বীর সদস্যের মৃতদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের নিকট প্রেরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার (২৭ জুলাই) রাতে যশোরের শার্শার পাঁচভূলোট সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুর্বৃত্তদের ছোড়া বোমায় হাবিলদার আকমল গুরুতর আহত হন। এসময় গুরুতর আহত অবস্হায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় স্হানান্তর করা হয়

আরো সংবাদ