আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৫১

যশোরে অ স্ত্র সহ চিহ্নিত সন্ত্রাসী আটক।

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রয়েলকে আটক করেছে পুলিশ। রোববার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রয়েল ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে সন্ত্রাসী রয়েল নিজ এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ওই গ্রামে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, রয়েলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->