আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:১২

যশোরে অজ্ঞান পার্টি চক্রের মূলহোতা সহ গ্রেফতার–০৪

 

যশোরের সদর উপজেলার রাজারহাট মোড় এলাকা থেকে অজ্ঞান পার্টির মূলহোতাসহ ৪জনকে আটক করেছেন র‌্যাব-৬

র‌্যাব সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার ১ডিসেম্বর রাত আনুঃ ৯.৪০ সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট মোড়ে কয়েকজন ব্যক্তি বিষাক্ত মলম ও চেতনানাশক বিষাক্ত তরল ঔষধ মেশানো স্পিড দ্বারা জনসাধারণকে অজ্ঞান করে সবকিছু লুটপাট করার জন্য প্রস্তুতি গ্রহণ করে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে, অজ্ঞান পার্টির মূলহোতাসহ ৪জনকে আটক করা হয়। আটকৃত আসামিরা হল, বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মৃত- কাদের সরদারের ছেলে কাছেম সরদার(৪৩), মৃত- নোয়াবালীর ছেলে গাজী ইনছু(৩২), ঢাকা জেলার কোতয়ালী থানার খিলক্ষেত ডিএমপি, নিউটাউন এলাকার মৃত- এস এ চৌধুরীর ছেলে এম বি শামসুদ্দীন চৌধুরী(৫৯), কুষ্টিয়া জেলার কুমারখালি থানার গোপালপুর সদকী গ্রামের মোঃ মোসলেম হোসেনের ছেলে মোঃ রায়হান(৪৭)। এবিষয়ে র‌্যাব-৬ কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, অজ্ঞান পার্টির ৪জনকে আটক করা হয়েছে, এরা উদ্ধারকৃত চেতনাশক বিষাক্ত তরল ঔষধ মেশানো স্পিড ও বিষাক্ত মলম, দ্বারা জনসাধারণকে অজ্ঞান করে লুটপাট করে বলে আসামিরা স্বীকার করেছে। আটককৃত আসামিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে ৩২৮/৩৯৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ