আজ - বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪০

যশোরে অধিপত্য বিস্তার এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেস্টা।

যশোরে অধিপত্য বিস্তার সংক্রান্ত পূর্বশত্রু তার জেরে সুজন হোসেন( ২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১টার দিকে শহরের বারান্দি পাড়া বউবাজারে এ ঘটনা ঘটে।আহত ঐ এলাকার জব্বার আলীর ছেলে।
হাসপাতালে আহত সুজন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারান্দিপাড়া ফুলতলা এলাকার আলামিন, রতন, আসিকসহ ৪/৬জনের সাথে গোলযোগ চলছিল। এর সূত্রধরে রোববার সকালে আলামিন,রতনসহ ৪/৫জন মিলে কয়েকজন মিলে একা পেয়ে সুজনকে শরীরের পিছন সাইডে ও বুকের ডান সাইডে চাকু দ্বারা আঘাত করে পালিয়ে যায়। পারে স্থানীয় লোকজন গুরুতর আবস্থাতে সুজনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। এসময় কতব্যরত সাজারি ওয়াডে ভতি করেন। সার্জারি ওয়ার্ডের ডাক্তারের জুলফিকার আলী জানিয়েছেন, সুজনের পিঠে, বুকে, পায়েসহ শরীরের একাধিক স্থানে চাকুমারা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত