আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫০

যশোরে অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী আটক।

যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর ব্যাংক কলোনীপাড়া গ্রাম থেকে ১৯ মার্চ রাত ৮টায় যশোরের শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক @ কালা অনিকসহ ৩ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, (১) শেখ অনিক @ কালা অনিক (২৮), পিতা- শেখ রেজাউল, সাং- বকচর হুশতলা,
(২) আশরাফুল ইসলাম আশা (৪৫), পিতামৃত- আব্দুল কাদের, সাং- টালিখোলা মসজিদপাড়া, উভয়থানা- কোতয়ালী,
(৩) হুমায়ুন কবির (৪৮), পিতা- আবুল কাশেম, সাং- গোয়াখোলা, থানা- অভয়নগর, সর্বজেলা- যশোর।

এসময় ১টি বিদেশি পিস্তল, ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি’র এলআইসি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।শেখ অনিক @ কালা অনিক যশোরের একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। আশরাফুল ইসলাম আশার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। হুমায়ুন কবিরকে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়।

যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। ডিবি’র ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে এলআইসি টিম অভিযানে অংশ নেয়।

আরো সংবাদ