আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:১৭

যশোরে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে আনন্দ র‌্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ রবিবার বিকালে দলীয় কার্যলায়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দিনের কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর জেলা আওয়ামী লীগের গাড়ীখানা রোডস্থ কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সসহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন মীর জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির, মহিলা বিষয়ক সম্পাদক শেখ রোকেয়া পারভীন ডলি, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মুজিবুদ্দৌল্লাহ সরদার কনক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মনি চাকলাদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমএ বাসার, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম রন্টু, শাহারুল ইসলাম, কাজী দেলোয়ার হোসেন, শফিউদ্দিন অরুণ, গোলাম মোস্তফা, কবিরুল আলম, যশোর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল , যশোর পৌরসভার কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, সন্তোষ দত্ত, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান আনিস, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল,যশোর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ সাঈদ, জনস্বাস্থ্য বিষয়ক সম্পদাক শামিম আহমেদ রনি, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ সহ নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক সাংগাঠনিক সম্পাদক কাজী তৌহিদুর রহমান জুয়েল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এমএম রবিউল ইসলাম, মুমেল হোসেন সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

খানজাহান আলী 24/7 নিউজ / রেজাউল ইসলাম।

আরো সংবাদ