আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:০৯

যশোরে আজ শানাক্ত ৩৮ জন৷

যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে আরো ৩৮টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। যশোরসহ দক্ষিণ-পশ্চিমের ছয় জেলার নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া যায়।

যবিপ্রবি জেনোম সেন্টারে চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার তাদের ল্যাবে ছয় জেলার মোট ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জেলার ৩৮টি নমুনা পজেটিভ ফল দেয়। বাদবাকি ১৭৭টি নমুনা নেগেটিভ হয়েছে।

এদিন যশোর জেলার ৮২টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

এছাড়া নড়াইলের ২৩টি নমুনা পরীক্ষা করে পাঁচটি, ঝিনাইদহের ৫৩টি নমুনার মধ্যে ছয়টি, বাগেরহাটের নয়টির মধ্যে চারটি এবং সাতক্ষীরার ৪০টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ ফল দেয়। আর মাগুরার আটটি নমুনাই নেগেটিভ ফল দিয়েছে।

সংশ্লিষ্ট জেলাসমূহের সিভিল সার্জনদের কাছে সকালেই পরীক্ষার ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা এখন রোগীদের অবস্থান শনাক্ত করছেন।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যে যশোরে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা শুরু করেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

 

আরো সংবাদ