আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:২৭

যশোরে আবারো গাঁজাসহ নারী আটক

যশোর থেকে : চাঁচড়া ফাঁড়ি পুলিশ রোববার সকালে চাঁচড়া বাজার মোড়ের বটতলা ইজিবাইক স্ট্যান্ড থেকে  হামিদা বেগম নামে এক নারীকে এক কেজি দুশ’ গ্রাম গাঁজাসহ আটক করেছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত খোকনের মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী।
চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানান, রোববার সকাল পৌঁনে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালান। ওইসময় সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী গৃহবধূ দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায়ে হামিদা বেগমকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে এক কেজি দুশ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক হামিদা বেগমকে কোতোয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত