আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩২

যশোরে ইউপি সদস্য কারাগারে

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আসমত আলী চাকলাদারকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) একটি বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসমত তালবাড়িয়া গ্রামের বারেক আলী চাকলাদারের ছেলে।

গত ২৮ জানুয়ারি রাতে যশোর র‌্যাব সদস্যরা সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাতটি বোমাসহ আক্তার হোসেনকে আটক করেন।

আক্তার ওই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। র‌্যাব দাবি করে এ সময় আক্তারের সাথে আসমত চাকলাদারও ছিলেন। কিন্তু তিনি পালিয়ে যান। এ ঘটনায় দুইজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়।

ওই মামলায় রবিবার আসমত আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ