যশোর সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়ায় স্থানীয় ইউপি মেম্বার ও তার তিন ভাইপোকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে একই পরিপারের ৫জনকে।
আসামিরা হলো, হামিদপুর মধ্যপাড়ার খোকন মোল্লার চার ছেলে জনি (৪০), টনি (২২), বনি (২৫) এবং রনি (৩৮) ও জনির ছেলে তুহিন (২১)। পুলিশ আসামি বনি ও তুৃহিনকে আটক করেছে।
ইউপি সদস্য হামিদপুর মধ্যপাড়ার মৃত অমেদ আলীর শেখের ছেলে আকরাম হোসেন (৫৩) এজাহারে উল্লেখ করেছেন, স্থানীয় ভাবে শালিস নিয়ে আসামিদের সাথে তার মতপার্থক্য ও বিরোধ চলে আসছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামিদপুর মধ্যপাড়ার মধ্যদিয়ে আসামিদের বাড়ির সামনে দিয়ে তিন ভাইপোকে নিয়ে যাচ্ছিলেন। তাদের বাড়ির সামনে পৌছালে আসামিরা লোহার রড, বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের মারপিটে জখম হয় জাহাঙ্গীরের ছেলে তুফান (৩৮), মৃত আবু জাফরের ছেলে বিদ্যুৎ (৪০) এবং ইসরাইল হোসেনের ছেলে জুম্মান (৩৫)। সে সময় চিৎকার শুনে আশেপাশের লোকজনের সহযোগিতায় তিনি তাদের উদ্ধার করেন এবং তুফান ও বিদ্যুৎকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি থানায় মামলা করেন।