আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪০

যশোরে ইমাম পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক :: ভোলা বোরহানউদ্দীন উপজেলায় বিপ্লব চন্দ্র শুভ্রর ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর তার আইডি থেকে মহান আল্লাহ, হযরত মুহাম্মদ (সা.) ও ইসলামের নামে কটুক্তি এবং নবী প্রেমীক তৌহিদি জনতার উপর পুলিশি হামলা ও চার শহিদের হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে যশোর জেলা ইমাম পরিষদ।

আজ সোমবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি আনোয়ার হোসাইন এবং সাধারণ সম্পাদক হযরত মাওলানা বেলায়েত হোসেন।

এসময় বক্তব্যে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হচ্ছে, বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর,আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারকৃতদের বিনা শর্তে মুক্তি প্রদান।

সোমবারের এ সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব বিষয়ে খেয়াল রাখেন, আমরা মহানবী (সা.)  এর অবমাননাকারীর শাস্তি প্রকাশ্যে দেখতে চাই। তারা বলেন এদেশে সকল অব্যক্ষয়ের বিরুদ্ধে আইন আছে ঠিক তেমনি মহান আল্লাহ, মহানবি (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি কারীদের জন্য একটি আইন করা প্রয়োজন।

আজ বিকেলের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি দেওয়ায় যশোরের পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন বক্তারা। সমাবেশ শেষ করে একটি বিক্ষোভ মিছিল যশোর দড়াটানা থেকে শুরু হয়ে খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় । সর্বশেষ মোনাজাতের মাধ্যমে আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ইতি টানা হয়।

উল্লেখ্য শুক্রবার বিকেলে বিপ্লব চন্দ্র শুভর নিজের ছবিসংবলিত ফেসবুক আইডি থেকে আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে গালাগাল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে কয়েকজন ফেসবুক বন্ধুর কাছে মেসেজ পাঠানো হয়। যাদের মেসেজ পাঠানো হয়, তারা এর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দিলে লোকজন প্রতিবাদ জানানো শুরু করেন। বিষয়টি পুলিশের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন মসজিদ থেকে কয়েক দফায় বিক্ষোভ প্রদর্শন হয়। শুক্রবার সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় তাঁর আইডি হ্যাক হয়েছে মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লব চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আরো সংবাদ