আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:৩৪

যশোরে উদীচীর ফ্রি বাজার, হাসি ফোটাচ্ছে অসহায়দের মুখে

ভালোবাসা আর সেবার অনন্য নজির গড়েছে উদীচী যশোর জেলা সংসদ। অসহায় মানুষের জন্য চালু করেছে বিনামূল্যে বাজার। নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আর তাতে হাসি ফুটেছে অসহায় মানুষের মুখে।

সেই বাজারে টেবিলে টেবিলে সাজানো খাদ্য পণ্য। প্যাকেট নিয়ে শুধু দাঁড়াতে হবে। বরাদ্দকৃত পণ্য নিয়ে বাড়িতে ফিরতে বেগ নেই। উদীচীর ফ্রি বাজার আয়োজনে অসহায় মানুষের কাছে চিরচেনা হয়ে গেছে এ দৃশ্য। দিন যত যাচ্ছে ফ্রি সেবা পাওয়া মানুষগুলোর আস্থা আর বিশ্বাসের পাল্লাও ভারী হচ্ছে উদীচীর প্রতি। আর এ আস্থা ও উপকারের ধারাবাহিকতা বজায় রাখেতে চেষ্টা অব্যাহত রেখেছে উদীচী যশোর জেলা সংসদ।

তৃতীয়বারের মতো ফ্রি বাজার কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। আগস্টের প্রথম সপ্তাহে প্রথম বার ফ্রি বাজার কর্মসূচির আয়োজন করা হয়। অসহায় ও কর্মহীন মানুষের সহযোগিতার অংশ হিসেবে করোনাকালে এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে বলে উদীচী ও এর মানবিক সহায়তা তহবিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় শুরু হয় ফ্রি বাজারের পণ্য প্রদান। বাজার শুরু হতে অল্প সময় বাকি থাকতেই উদীচী চত্বর ও এর আশপাশে জড়ো হন খাদ্যপণ্য নিতে আসা মানুষ। যাদের হাতে আগে থেকেই টোকেন দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। শারীরিকভাবে প্রতিবন্ধী, অসহায় ও কর্মহীন পরিবারের মানুষ ফ্রি খাদ্য পণ্য পেয়ে হাসিমুখে বাড়ি ফেরে।

উদীচীর কর্মী-সংগঠকরা আগে থেকে প্রস্তুতকৃত নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, তেল, লবণ, সাবান, আলু, পেঁয়াজ, রসুন এবং ডিম হাতে তুলে দেন ফ্রি বাজারের উপকারভোগীদের। 

তৃতীয় দিনের বাজার কার্যক্রমে উদীচীর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য একরাম-উদ-দ্দৌলা, মবিনুল ইসলাম মবিন, ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, সদস্য সোমেশ মুখার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত