আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০৬

যশোরে কলেজ ছাত্রের গলাকাটা লাশ!

স্টাফ রিপোর্টার :: যশোর শহরের বারান্দি মালোপাড়ায় ভৈরব নদের পাড় থেকে সোহানুর রহমান সোহাগ (২২) নামে এক কলেজশিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধার হয়।
সোহাগ যশোর সদর উপজেলার হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মালোপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
নিহতের মা কোহিনুর বেগম জানান, কাল রাত ১১টার পর তার কয়েক বন্ধু সোহাগকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে ছেলে আর বাড়ি ফেরেনি। আজ শাক তুলতে গিয়ে এক মহিলা লাশের সন্ধান পান। তার পর স্বজনরা ঘটনা জানতে পারেন।
কোতয়ালী থানার এসআই মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। লাশের গলা কাটা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
থানার ওসি মনিরুজ্জামান জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটনের জন্য পুলিশের তিনটি টিম কাজ করছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ