আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৪

যশোরে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্র উদ্ধার

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয় থেকে একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধারসহ ৪ দুর্বৃত্তকে আটক করেছেন চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান। আটকৃতরা হলেন, শুভ (২৮), সবুজ (২৭), রায়হান (২৮) ও হিমেল (২০)।

মঙ্গলবার (৯ মার্চ) রাত পৌনে ৯টার দিকে শহরের চারখাম্বার মোড়ে ফুড গোডাউনের পাশে ওই কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয় থেকে এই অস্ত্র উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর রকিবুজ্জামান বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল শহরের বহুল আলোচিত কথিত বাহিনী প্রধান ম্যানসেলের সেকেন্ড ইন কমান্ড শুভ তার লোকজন নিয়ে অস্ত্র হাতবদল করবে। অস্ত্র উদ্ধার ও ওই চক্রকে আটক করতে পুলিশ অভিযানে নামে। এসময় আসন্ন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী রবিউল ইসলাম রবির নির্বাচনী কার্যালয়ের ভেতরে অস্ত্র হাতবদল হচ্ছিল। একটি নাইন এমএম পিস্তল ও একটি ম্যাগজিনসহ কাউন্সিলর প্রার্থীর ছেলে শুভ ও একই এলাকার ইমনের ছেলে সবুজ, ফরিদের ছেলে রায়হান ও বেজপাড়া এলাকার রহিমের ছেলে হিমেলকে আটক করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ওই চক্র চিহ্নিত চাঁদাবাজ। তাদের কাছে অস্ত্র, ইয়াবা ও পর্নোগ্রাফির প্রমাণ মিলেছে। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি মামলা হবে।

তবে এই বিষয়ে কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবির বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ