আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০৯

যশোরে কাপড় ব্যবসায়ীকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই

যশোর কালেক্টরেট মার্কেটের কাপড় ব্যবসায়ী এনামুল কবীরকে বেধড়ক মারপিট করে ২ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নেয়। শহরের চিহ্নিত সন্ত্রাসীরা।হামলার শিকার এনামুল কবীর যশোর সদর আরবপুর মাঠপাড়া এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে।এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার দুপুর ১২ টার সময় তিনি ব্যাংকে টাকা জমা করার উদ্দেশ্যে রওনা দেন পথেমধ্যে মুজিব সড়ক ২নং আইনজীবী ভবনের সামনে পৌঁছালে ছিনতাইকারী বিল্লাল পাটোয়ারী ও তার সংঘবদ্ধ দল অজ্ঞাত ৩/৪ জন এনামুল কবিরকে গতিরোধ করে। এ সময় তারা এনামুল কবিরকে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়।এ সময় তার কাছে থাকা ২লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->