আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৫৫

যশোরে গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

যশোরে গাছের সাথে মোটরসাইকেল সংঘর্ষে হৃদয় হোসেন(১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে যশোর সদর উপজেলার ফতেহপুরে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন ছোটগোপালপুর এলাকার মোহাম্মদ আলী মোল্লার (৪৫) ছেলে।

জানা যায়, শুক্রবার রাতে হৃদয় হোসেন আসিবুর হোসেন নামে তার এক চাচাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ফতেহপুরে তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভায়নার মাঠ নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক খেজুর গাছের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ তে হৃদয় হোসেন মাথায় গুরুতর আঘাত পায় এবং স্থানীয়রা উদ্ধার করে রাত দশটার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। হৃদয় হোসেনের মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আরো সংবাদ