আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:০৯

যশোরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল কলেজ ছাত্রের

যশোরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মাহমুদুল হাসান ইমন (২১), নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার (২১মে) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর এয়ারপোর্টে রোডে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান ইমন সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। সে যশোর ধর্মতলায় মডেল পলিটেকনিক কলেজের ছাত্র। ইমনকে উদ্ধার করে নিয়ে আসা কয়েকজন স্কুল ছাত্ররা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এয়ারপোর্টে রোডে ইমন খুব দ্রুতগতীতে বাইক চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় ইমনের মাথায় গুরুতর আঘাত পায়। অনান্য ছাত্ররা দেখতে পেয়ে ইমন কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করে। ইমনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ