আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৯

যশোরে ঘুমন্ত স্বামীর দেহে গরম পানি ঢেলে দগ্ধ করলো স্ত্রী।

যশোরের ঝিকরগাছা উপজেলার হারিয়াদারা গ্রামে এক ব্যক্তির শরীরে তার স্ত্রী গরম পানি ঢেলে দিলে ঝলসে যায় স্বামীর শরীর। আহত স্বামী মৃত আবুল হোসেনের ছেলে হাসানুল কবির (৪৭)। আজ বিকালে ঝলসানো শরীর নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।শুক্রবার বিকেলে হাসানুল কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তার স্ত্রী শামীমা খাতুন (৩৬), কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি পাতিলে থাকা গরম পানি তার শরীরে ঢেলে দেন। এতে হাসানুল কবিরের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে দগ্ধ হয়।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে ভর্তি করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->