আজ - সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৮:১৬

যশোরে চা দোকানদারকে কুপিয়ে জখমের অভিযোগে মামলা।

যশোর সদর শহরতলীর রামনগর সন্ন্যাসী দিঘিরপাড়া এলাকার চায়ের দোকানদার ও তফসীডাঙ্গা গ্রামের বাসিন্দা মোমিন মোল্লাকে কুপিয়ে মারাত্মকভাবে জখমের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ঘটনার মূল অভিযুক্ত তিন যুবক হলেও এ ঘটনায় মামলা করা হয়েছে একই এলাকার নাজমা খাতুন (৩৫) ও তার ছেলে শুভ (১৮)-এর বিরুদ্ধে।

আহত মোমিন মোল্লার মেয়ে হাবিবা জান্নাতুল ফাহিমা এজাহারে উল্লেখ করেছেন, তার পিতা ও আসামি নাজমা একই এলাকায় চায়ের দোকান চালান। কয়েক মাস ধরে নাজমা তাদের দোকান থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজের দোকান চালাচ্ছিলেন। কিন্তু ৩-৪ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মোমিন মোল্লা সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং নাজমা ও তার ছেলে শুভ বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেন।

গত ১৬ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে মোমিন মোল্লার চায়ের দোকানের সামনে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর থেকে দুইটি মোবাইল নম্বর থেকে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মেয়ে। বলা হচ্ছে, মামলা করলে পরিবারের সবাইকে হত্যা করা হবে।

বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশ নাজমা ও তার ছেলে শুভর বিরুদ্ধে মামলা গ্রহণ করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত