আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৫

যশোরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম!

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলনকে (২৮) সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।

মঙ্গলবার বিকালে নওয়াপাড়ার বেঙ্গল রেলগেটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্রলীগনেতা কামরুজ্জামান মিলন ওই সময় ওই এলাকা দিয়ে নওয়াপাড়া বাজারের দিকে আসছিলেন। এ সময় কতিপয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক আহত করে।

আহত অবস্থায় প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার সময় তাকে খুলনা পাঁচশ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরো সংবাদ