আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:১৮

যশোরে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতায়।

যশোরে সুধাংশ সরকার (৪৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে শহরের বারান্দী মোল্যাপাড়ার ঢাকা রোডে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত ওই ব্যক্তি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি যশোর সিটি কলেজ পাড়ার মৃত বিভূতি ভূষণ সরকারের ছেলে।

আহত সুধাংশ সরকার জানান, তিনি যশোর শহরের মণিহার সিনেমা হল এলাকা থেকে ইজিবাইক চালিয়ে মোল্যাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা রোডে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছলে ৪/৫ জন দুর্বৃত্ত গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে ইজিবাইক ছিনিয়ে নেয়।  পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন।

সার্জারি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, আহত সুধাংশ সরকারের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা গুরুতর।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত