আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:৩৯

যশোরে ছোট ভাইয়ের গুলিতে বড় ভাই নিহত।

স্টাফ রিপোর্টার।। পারিবারিক কলহের জের ধরে যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে আজ বুধবার সকালে ছোট ভাই আমজাদ হোসেন মিশার ছোড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন । মিশারকে একটি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি চাকুসহ আটক করেছে থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি  মামুন খান জানান , আজ সকাল সাড়ে ১০টার দিকে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয় । একপর্যায়ে ছোট ভাই মিশা পিস্তল দিয়ে  বড় ভাই রাসেল লক্ষ্য করে গুলি ছুড়েলে গুলিবিদ্ধ হয়ে তিনি  লুটিয়ে পড়েন । পরে হাসপাতালে নেয়ার পথে  মারা যাযন । পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমজাদ হোসেন মিশাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকু সহ তাকে আটক করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে । থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত