আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:০৭

যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ।

যশোর রেল স্টেশনে বেনাপোল  থেকে মংলার উদ্দেশ্যে  ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল দশটা বিশ মিনিটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেল স্টেশনের মাস্টার আয়নাল হোসেন। এতে করে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
স্টেশন মাস্টার আয়নাল হোসেন জানান, তারা বেতনা এক্সপ্রেসের লাইন দেওয়ার পর মুজিব সড়কের রেল ক্রসিং এর একটু আগেই একটি বগি লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী দল কাজ শুরু করে। এক নম্বর লাইনে লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে তিনি জানান।
এদিকে লাইনচ্যুত হওয়ায় শতশত যাত্রী বিপাকে পড়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত