আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:০৯

যশোরে ডিবি পরিচয়ে ছিনতাইকালে দুই ভাই আটক

যশোরের শার্শা থানার সেতাই গ্রামের গোলাম রসুল ও সোহাগ হোসেন ডিবি পরিচয়ে ছিনতাই করার সময় কলারোয়া থানার পুলিশের হাতে আটক হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার কলারোয়ার ঝাপাঘাট গ্রামে ছাগলের মোড় নামক স্থানে ফ্লেক্সিলোড ব্যবসায়ী শেখ সাইফুল ইসলামের কাছ থেকে ডিবি পুলিশের এস আই শাওন ও এএসআই রাসেল পরিচয়ে ছিনতাইকালে স্থানীয় জনতা তাদের ধরে পুলিশে দেয়।

দামোদরকাটি গ্রমের সাইফুল ইসলাম জানান, আশা সমিতির সোনাবাড়ীয়া ব্রাঞ্চ থেকে ১ লাখ ৭ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে ডিবি পরিচয়ে তিনজন তার গতিরোধ করে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে মাঠে নিয়ে গেলে তার চিৎকারে মাঠের লোকজন তাকে উদ্ধার করে।

আটকদের কাছ থেকে পুলিশ একটি হ্যান্ডকাপ উদ্ধার করে। এসময় সহযোগী তদন্ত ওসি কবির পরিচয় দানকারি একজন পালিয়ে যায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত