
যশোর শহরের চাঁদপাড়া এলাকায় পানির ডোবায় পড়ে সুলতানুজ্জামান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপাড়া পূর্বপাড়ার দোতলা মসজিদের পাশে আব্দুর রহিমের বাড়ির সামনের ডোবায় ভাসমান অবস্থায় সুলতানুজ্জামানের মরদেহ দেখা যায়। স্থানীয়রা সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত সুলতানুজ্জামান ওই এলাকার মৃত মোহাম্মদ আলী ও জোহরা বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর ফিরে আসেননি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি রাস্তার পাশে পানিভর্তি ডোবায় পড়ে ডুবে মারা গেছেন। কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কাজ শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।