যশোরের ভাতুড়িয়া গ্রামে অজ্ঞাত এক প্রেমিক যুগলকে আটকে রাখার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রথমে হাতাহাতি-মারামারি পরবর্তিতে তা ছুরিকাঘাত ও জখমে রুপ নেয়। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছেন। রোববার দুপুর ১২টার পর শহরতলীর চাঁচড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চাঁচড়া রেলগেট এলাকার রোহিত , মিরাজ , টাইজেল, মেহেদি ,ইয়াসিন ,হৃদয় ওরফে শরিফুল , রাজিন ইসলাম,লিখন ও দীপু।
স্থানীয়রা জানান, দুপুরে কালাবাগা শ্বশানে প্রেমিক-প্রেমিকা যুগলকে স্থানীয় একটি চক্র আটকে রাখে। ওই যুগলের বিরুদ্ধে অসামাজিক কার্যাকালাপের অভিযোগ আনা হয়। পরবর্তিতে তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। এ বিষয়নিয়ে প্রথমে প্রেমিক যুবকের সাথেও স্থানীয় যুবকদের হাতা-হাতি হয়। পরে ওই যুবক তার শহরের বন্ধুদের খবর দেয়। কিছু সময় পর ৬/৭জন ঘটনাস্থলে হাজির হয়ে ওই প্রেমিক যুগলকে ছাড়ানোর চেষ্টা করে। এক পর্যায় তাদের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এরমধ্যে কয়েকজন জখমও হন। পরবর্তিতে ভাতুরিয়া বাজারের লোকজন ছুটে এসে তাদেরকে শান্ত করে। এসময় এক যুবকের কাছথেকে বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আহত ৯ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ি কাজ করছে। ঘটনার নেপথ্যে কি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।